ওয়েব ডেস্ক: এক দুজে কি লিয়ে। মালদার আনন্দমোহনপুরের দুই কিশোর-কিশোরীর পরিণতি দেখে মনে আসে শুধু এই কথাটাই। প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার। রাগে, দুঃখে, অভিমানে শেষে আত্মহত্যার পথই বেছে নিল দুজনে। গ্রামেরই আমবাগান থেকে উদ্ধার হল দুজনের ঝুলন্ত দেহ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই আটের দশকের হিন্দি ছবি... সেলুলয়েডে বাসু আর সপ্নার হার না মানা ভালোবাসা... ঠিক সেই গল্পই ফিরে এল মালদায়। এত বছর বাদে সেলুলয়েডের সেই কাহনী বাস্তবে। মালদার এক অখ্যাত গ্রামে।


হার না মানা ভালোবাসা। ইংরেজবাজারের মিল্কি গ্রাম পঞ্চায়েতের পথ, ঘাট আমবাগগান সাক্ষী হল এক অন্যরকম প্রেমকাহিনীর। আনন্দপুর গ্রামের বাসিন্দা দশম শ্রেণীর দুই কিশোর-কিশোরী।
টিউশন পড়তে গিয়ে আলাপ, প্রেম। সম্পর্কের কথা মানেননি মেয়েটির বাড়ির লোকেরা।
উল্টে লেখাপড়ায় মন দিতে বলতেন তাঁরা। এর পরেই আত্মহত্যা। বৃহস্পতিবার রাত থেকেই খোঁজ ছিল না দুজনের। সকালে গ্রামেরই আমবাগান থেকে উদ্ধার হয় দুজনের দেহ।


একই ওড়নার ফাঁস থেকে ঝুলছে দুজনের দেহ।  দশম শ্রেণির দুই পড়ুয়ার এমন পরিনতিতে শোকে পাথর গোটা গ্রাম। বিহ্বল দুই পরিবারও। ভালোবাসা যে কোথা থেকে কোথায় পৌছে দেয়...


(আরও পড়ুন- নতুন জীবন, নতুন সংসার পেতেই মায়ের হাতে খুন সন্তান !)