নিজস্ব প্রতিবেদন: খাস পুলিস আবাসনেই আতহত্যার ঘটনা। এবার ঘটনাস্থল বিধাননগর। সোমবার স্বাভাবিকভাবেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এদিন দুপুরে আবাসনের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় এক পুলিসকর্মীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নয়নতারা মণ্ডল নামে ওই ব্যক্তি বেনিয়াপুকুরের ASI ছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: খেলতে খেলতে নাবালকের হাতেই মৃত্যু নাবালকের


এদিন দক্ষিণ বিধাননগর এর পুলিস আবাসনে নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান মানসিকতা অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্লেস অফ অকারেন্সও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ওই পুলিসকর্মীর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। পাশাপাশি মৃতর দেহেও কোনও আঘাতের চিহ্নি পায়নি পুলিস।