নিজস্ব প্রতিবেদন : বারুইপুর সংশোধনাগারে বন্দি বিক্ষোভের জেরে জেলার ও জেল সুপারকে ছুটিতে পাঠালো রাজ্য। আপাতত সংশোধনাগারের সুপারের দায়িত্ব সামলাবেন ডিআইজি প্রেসিডেন্সি। অন্যদিকে, আসানসোল সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারকে দেওয়া হয়েছে জেলারের দায়িত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার বারুইপুর সংশোধনাগারে ধুন্ধুমার বাধে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিসকে। গতকাল সংশোধনাগার পরিদর্শনে যান কারা বিভাগের বিশেষ পরামর্শদাতা বিডি শর্মা। তদন্তে দুজনের গাফিলতির বিষয় সামনে আসে। জানা যায়, পরিকল্পনা করেই সেদিন গোলমাল বাধায় বন্দিরা।


আরও পড়ুন, আগামী দু-তিন ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি


আরও পড়ুন, গানের পরীক্ষাতেও ফুলমার্কস নিয়ে পাস করলেন 'গুডবয়' রাজীব!


পাশাপাশি, আরও জানা যায়, সংশোধনাগারের ভিতর নিয়মিত মোবাইল ব্যবহার হত। কাটমানির অভিযোগও সামনে এসেছে। জেলার ও সুপারের ব্যর্থতার কারণেই এমন ঘটেছে বলে তদন্তে উঠে আসে। এরপরই, জেল সুপার নবীন কুজুর ও জেলার স্বপনকুমার দাসকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।