নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা মামলায় অবশেষে স্বস্তি পেলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান(Seikh Sufian)। বুধবার তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট(Supreme Court)। কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, ভোট পরবর্তী(Post Poll Violence) সময়ে এক মারধরের ঘটনায় আহত হন নন্দীগ্রামের(Nandigram) চিল্লা গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম(SSKM) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ১৩ মে তার মৃত্যু হয়। ওই ঘটনবার তদন্ত করছে সিবিআই(CBI। এনিয়ে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে(Calcutta High Court। সেই আবেদন খারিজের পরই এনিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। সেই মামলায় জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত।


সুপ্রিম কোর্টে বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি এ এস ওকার ডিভিশন বেঞ্চে ওই মামলা ওঠে। গত সপ্তাহে ওই মামলার রায়দান স্থগিত রাখে বেঞ্চ। বুধবার ওই মামলায় রায়ে আগাম জামিন দেওয়া হয় শেখ সুফিয়ানকে। তবে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত।


আরও পড়ুন-পড়ুয়াদের বিনামূল্যের 'সবুজ সাথী' সাইকেল বিকোচ্ছে ৩৭০-এ! পর্দাফাঁস প্রধান শিক্ষিকার 'কুকর্মে'র


উল্লেখ্য, ভোটের পর হিংসা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের চিল্লাপাড়া, কেন্দামারি, গোকুলনগর, গোকুলনগর সহ বিভিন্ন এলাকায়। ওই হিংসার শিকার হন চিল্লাগ্রামের দেবব্রত মাইতি(৪৯)। এছাড়া বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। আহত দেবব্রত মাইতিকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। গত ১৩ মে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ভোট পরবর্তী হিংসার তদন্তের ভার পেয়ে শেষপর্যন্ত সিবিআইয়ে হাতে গ্রেফতার হন শেখ সুফিয়ানের জামাই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)