নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছবি দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট ছড়ানোর অভিযোগ আনলেন সূর্যকান্ত মিশ্র। এনিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কোভিড হাসপাতালে চাকরিরত ডাক্তারকে কেন ঘরে রাখা হয়েছে, বেহালায় হেনস্থা চিকিত্সককে



কী রয়েছে ওই পোস্টে? জানা গিয়েছেন, 'ইন্ডিয়া রাগ' নামে একটি ওয়েব পোর্টালে সীতারাম ইয়েচুরির ছবি দিয়ে তাঁকে কোট করে লেখা হয়েছে, হিন্দুরা কখনও শান্তিপ্রিয় হতে পারে না। হিন্দুরা হিংস্র। আর সেটার প্রমাণ রামায়ণ মহাভারতেই পাওয়া য়ায়।


ওই পোস্ট ছড়িয়ে পড়তেই সক্রিয় হয়েছে রাজ্য সিপিএম। সূর্যকান্ত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেছেন, 'ইন্ডিয়া রাগ' নামে একটি ওয়াটার মার্ক দিয়ে সীতারাম ইয়েচুরির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ওই ছবির নীচে সীতারাম ইয়েচুরির মুখে অত্যন্ত বিদ্বেষমূলক কথা বসিয়ে দেওয়া হয়েছে। এতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।



আরও পড়ুন-কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা, বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে মারাত্মক জখম কোন্নগরের যুবক অভীক


ওই নিউজ পোর্টালের সীতারাম ইয়েচুরির উক্তি সম্বলিত খবরের একটি লিঙ্কও পুলিসকে জানিয়েছেন সূর্যকান্ত। যারা এইসব উস্কানিমূলক খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি জানিয়েছেন সিপিএম নেতা।