নিজস্ব প্রতিবেদন : ডায়মন্ড হারবারে সিপিএম-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলন থেকে একযোগে কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল সরকারকে নিশানা করলেন সূর্যকান্ত মিশ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকেই বামেদের প্রধান বিরোধী বলে উল্লেখ করেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সাফ বলেন, "দেশে আমাদের প্রধান লড়াই বিজেপির সঙ্গে।" সেইসঙ্গে আরও বলেন, "বিজেপি-কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের কথা কখনো বলেনি দল।" বিজেপিকে হারাতে ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শুধু বিজেপি নয়, এদিন সঙ্ঘকেও একহাত নেন সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, "বিজেপিকে চালায় আরএসএস। বিজেপির সব সিদ্ধান্তই আরএসএস-ই নেয়।"


আরও পড়ুন, এলাকা চালাবে ক্লাব, 'খেলাশ্রী' অনুষ্ঠানে গুরুদায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী


পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কড়া আক্রমণ শানান সূর্যকান্ত মিশ্র। তৃণমূল কংগ্রেসে 'একনায়কতন্ত্র' চলে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। জেলা সম্মেলনের মঞ্চে সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, নারী নির্যাতনে এক নম্বরে রাজ্য। সেইসঙ্গে নারী পাচার, শিশু পাচারেও শীর্ষে পশ্চিমবঙ্গ। তৃণমূলের শাসনে এরাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তোপ দাগেন সূর্যকান্ত মিশ্র। সাধারণ মানুষ থেকে পুলিস, সাংবাদিক আক্রান্ত বলেও অভিযোগ করেন তিনি।