মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই সন্দেহজনক ড্রোন আকাশে, চিন্তিত পুলিস
মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন পাহাড়ে উদ্ধার ড্রোন ক্যামেরা। ফাঁসিদেওয়ার তাওয়াজোতে ড্রোন ক্যামেরাটি উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন এ ঘটনায় জেলা পুলিসের কপালে চিন্তার ভাঁজ। ড্রোনটি বাংলাদেশ থেকে এসেছে কিনা, খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: যাঁরা শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য সুখবর! বড়সড় নিয়োগের পথে রাজ্য সরকার
মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর কোচবিহার প্রেস ক্লাবের ভবনের উদ্বোধন করার কথা রয়েছে। মঙ্গলবার সকালেই আচমকাই ফাঁসিদেওয়ার তাওয়াজোতে একটি ড্রোন ক্যামেরা দেখতে পান নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিসের উচ্চ পদস্থ কর্তারা। ড্রোনটি কোথা থেকে এল, কারা কী উদ্দেশে পাঠিয়েছে তা নিয়ে চিন্তিত পুলিস প্রশাসন।
আরও পড়ুন: চার দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী
সোমবারই চার দিনের সফরে উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সফরে তিন জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, তবে পাহাড়ে যাচ্ছেন না তিনি।