ওয়েব ডেস্ক : আপনা থেকেই কাঁচা ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। বাড়ির সদস্যের মাথার চুল কেটে নিচ্ছে কেউ। খাবারে অতিরিক্ত নুন। উধাও টাকা। মোবাইল চুরি। হুগলির বৈদ্যবাটীর সরকার বাড়িতে অদ্ভূতুড়ে সব কাণ্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিন, দুদিন নয়। টানা আড়াই বছর। 'অশরীরির তাণ্ডব' বৈদ্যবাটীর সরকার বাড়িতে। যে মোবাইল চুরি হয়, সে মোবাইল থেকেই আসে ফোন-SMS। নির্দেশ দেওয়া হয়, কী করতে হবে বা কী করতে হবে না। কে এমন করছে, তা জানতে অনেকবার ফাঁদ পেতেছিলেন সরকার পরিবারের সদস্যরা। নাঃ, কাউকেই তাঁরা দেখতে পাননি।


তবে কি ভূত? ওঝার দ্বারস্থ হয়েছিলেন। ওঝাও ভূত তাড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই পুলিসের দ্বারস্থ পরিবার। ভূত নয়। এর পিছনে বাড়িরই কেউ। বা সরকার পরিবারের পরিচিত কেউ। এমনটাই বলছেন বিজ্ঞান আন্দোলনের কর্মীরা।


আরও পড়ুন, পানীয় জলে আর্সেনিক ও লেডের বিষক্রিয়া থেকে স্নায়ুরোগের শিকার শিউলির বাসিন্দারা