শুভাশিষ মন্ডল : রথযাত্রার (Rathyatra) অনুষ্ঠানে নাচলেন শুভেন্দু অধিকারী। হাওড়ার পানিহাটিতে রথযাত্রার অনুষ্ঠান। সেখানেই যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অনুষ্ঠানেই তাঁকে নাচ করতে দেখা যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি ওই অনুষ্ঠানে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন, "আমি রাজনীতির বক্তব্য বলব না। দ্রৌপদী মুর্মু মূলবাসী জনজাতির গরিব মহিলা। তাঁকে সকলের সমর্থন করা উচিত। আমি কোনও বিতর্কে আজকে যাব না। কালকে বলব।" 



প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী শুক্রবার প্রথমে তমলুকের ইসকনে রথযাত্রার উৎসবে যোগ দেন। সেখানে জগন্নাথ দেবের মন্দিরে নিজের হাতে ঝাঁটা হাতে দেন। পুজো করেন। তারপর জগন্নাথদেবের রথের দড়িতে টান দেন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিগ্রহ আরতিও করেন তিনি। 


উল্লেখ্য, এদিন তমলুকের ইসকন মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। তাঁর কনভয়ে ধাক্কা মারে ট্রাক। শুভেন্দু অধিকারীর গাড়ির দেহরক্ষীর গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনাটি ঘটে মারিশদা থানার দুরমুঠের কাছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় শুভেন্দু অধিকারী নিজের গাড়ি। যদিও রথযাত্রার অনুষ্ঠানে যোগের পর এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


আরও পড়ুন, Rath Yatra 2022: আপ্লুত আমি, আসানসোলে ইসকনের রথ টেনে উদ্বোধন শত্রুঘ্নর


Rath Yatra: রথযাত্রায় সেজে উঠেছে ইসকন, ৬২৬ বছরের প্রাচীন মাহেশে 'মহা ধুমধাম'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)