নিজস্ব প্রতিবেদন:  করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষ। রাত দুটো নাগাদ এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি মূলত এলাকায় ‘মন্টুদা’ বলেই পরিচিত ছিলেন। দাদা নির্মল ঘোষ ও তাঁর  দুই ছেলেও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার চিকিৎসার জন্য এম আর বাঙ্গুরে ৬টি 'ডেডিকেটেড বেড'



করোনা আক্রান্ত স্বপন ঘোষের মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বপনবাবু। বছর তিনেক আগে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। মাঝে আচমকাই তাঁর শরীর অসুস্থতার কথা জানান দিচ্ছিল। তারপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তাঁকে প্রথমে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার তাঁকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।