Tanker strike: ফের লোডিং-আনলোডিং বন্ধ মৌড়িগ্রাম ডিপোয়, দক্ষিণবঙ্গে জ্বালানি সংকটের আশঙ্কা
ডিপোর বাইরে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কার।
নিজস্ব প্রতিবেদন: ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোতে আপাতত বন্ধ লোডিং-আনলোডিং। ডিপোর বাইরে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কার। জ্বালানি সংকটের আশঙ্কা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ার একাংশে।
কেন ফের ধর্মঘট? পশ্চিমবঙ্গ ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১১ খুচরো জ্বালানি দোকান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হলদিয়া ও রাজবাদে। আরও ৪০টি দোকানও সরানোর পরিকল্পনা করেছে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ। সংগঠনের সম্পাদক রাজ চট্টোপাধ্যায়ের দাবি, কিছুদিন আগে যখন ধর্মঘট হয়েছিল, তখন সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে পুরোটা মানা হয়নি। ট্যাঙ্কারের সংখ্যা ও ভাড়া প্রত্যাশামতো বাড়েনি। সেকারণেই ফের অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট।
আরও পড়ুন: Sealdah-Bongaon Route: রেললাইনে ধস, অফিস টাইমে দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল
এর আগে চলতি মাসের শুরুতেও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় পশ্চিমবঙ্গ ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। কেন? সেবার হাওড়ার মৌড়গ্রাম ডিপোতে একটি টেন্ডারে ট্যাঙ্কারের ভাড়া অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল ৬০টির মতো ট্যাঙ্কারও। এই ধর্মঘটের ফলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সমস্যা মিটতে না মিটতেই ফের ধর্মঘটের পথে ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)