নিজস্ব প্রতিবেদন : আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের গেট। বৃহস্পতিবার সন্ধ্যায় তারকেশ্বর মঠে বৈঠকে বসেন পুরোহিত মণ্ডলী, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান, বিডিও, প্রদর্শক মণ্ডলী ও স্থানীয় ব্যবসায়ীরা। সেখানেই সকলের সঙ্গে আলোচনার পর সহমতের ভিত্তিতে পুণ্যার্থীদের জন্য মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত করোনার জেরে লকডাউনে এতদিন ধরে বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। দীর্ঘ ৫ মাস পর অবশেষে খুলছে তারকেশ্বর মন্দির। তবে করোনার সংক্রমণ থেকে সতর্কতায় ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। চোঙের  মাধ্যমে জল ঢালছেন ভক্তরা। তারকেশ্বর মঠের তরফে জানানো হয়েছে, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের ৩টি গেট পর্যায়ক্রমে খোলা হবে।


প্রত্যেক পুণ্যার্থীকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। দুর্গাপুজো পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে পূর্বের স্বাভাবিক নিয়ম চালু হবে। প্রায় পাঁচ মাস পরে এদিন মন্দির খোলার খবরে খুশির হাওয়া তারকেশ্বরবাসীর মধ্যে।


আরও পড়ুন, করোনা রোগীর ফ্ল্যাটে তালা লাগাল প্রতিবেশী! ফের অমানবিক ঘটনা শহরে