Tathagata Roy: `পার্ট টাইম` প্রেসিডেন্ট খোঁচা তথাগত রায়ের! ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি...
Tathagata Roy: বঙ্গ বিজেপির অস্বস্তি ফের বাড়ল! এবার `পার্ট টাইম` প্রেসিডেন্ট খোঁচা তথাগত রায়ের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গ বিজেপির অস্বস্তি ফের বাড়ল! এবার 'পার্ট টাইম' প্রেসিডেন্ট খোঁচা তথাগত রায়ের। এই মন্তব্যের কারণে আরও অস্বস্তি বাড়ল বলে মনে করছে বিজেপি শিবির। ২২ ডিসেম্বর রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, "২০২৬ এর ভোট এর আরও এক সপ্তাহ কাছে চলে এসেছে। " রাজ্যে পূর্ণসময়ের সভাপতি চেয়ে আগেও সরব হয়েছেন তিনি। এবার মোদী, নাড্ডা ও সংঘ পরিবার কে ট্যাগ করে পোস্ট।
আরও পড়ুন: Bengal Weather Update: ধীরে ধীরে ঊর্ধ্বমুখী বাংলার পারদ! শীতের সম্ভাবনা নেই বড়দিনেও...
প্রসঙ্গত, রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়। সেই সময় বঙ্গ বিজেপির 'বেহাল দশা' নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। সুকান্ত মজুমদারকে 'পার্টটাইম সভাপতি' আখ্যা দিয়ে তাঁর মত, জনগণ মনে করছে যে মমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বোঝাপড়া রয়েছে। তিনি আরও দাবি করেন, পরিস্থিতি না পাল্টালে রাজ্যে বিজেপির কোনও আশা নেই। তাঁর কথায়, 'তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আখ্যান তৈরি না হলে মমতা চিরকাল পশ্চিমবঙ্গ শাসন করবেন।