নিজস্ব প্রতিবেদন: কাজ করে বাড়ি ফেরার পথে চিতাবাঘের হানায় গুরুতর জখম হলেন এক চা বাগান শ্রমিক। জখম শ্রমিকের নাম তারসেন ভূমিজ।বাড়ি মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বড়োদীঘি চা বাগানের পাহাড়িয়া লাইনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে ওই শ্রমিক চা বাগানে কাজ করে বাড়ি ফিরছিল। ওই সময় বাগানের ১৫ নম্বর সেকশনে একটি চিতাবাঘ চা বাগান থেকে বের হয়ে ওই শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মাথায় ও হাতে থাবা বসিয়ে বাগানের মধ্যে উধাও হয়ে যায়।


আরও পড়ুন-তৃণমূলের ব্রিগেডে কত লোক! জানতে চাইল প্রধানমন্ত্রীর দফতর


গুরুতর আহত অবস্থায় শ্রমিককে চালসার মঙ্গলবাড়ী গ্রামীন হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন। সেখান থেকে তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।আহত শ্রমিকদের চিকিৎসার খরচ বনদপ্তর থেকে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।


অন্যদিকে, চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করা হল।শনিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইভীল চা বাগানের ডাঙ্গী ডিভিশনের ১৬ নম্বর সেকশনে ওই বাঘটির দেহ পরে থাকতে দেখে বাসিন্দারা। খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে চিতার দেহ টিকে নিয়ে যায়।


আরও পড়ুন-মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন এই নেতা


এদিন বাগানের ওই সেকশনে দুটি বাঘের লড়াই হয়েছিল। তার মধ্যে স্ত্রী ওই বাঘটি মারা যায়। এলাকার অনেক রক্তও ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহটিকে ময়নাতদন্তের জন্য গরুমারায় নিয়ে যাওয়া হয়। বাগানের বাসিন্দারা বলেন, দুটি বাঘের যুদ্ধে একটি বাঘ মারা যায়।সমগ্র চা বাগানে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে।বাগানে বাঘ ধরতে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।