বিশ্বজিত মিত্র | শ্রেয়সী গাঙ্গুলি: প্রজেক্টের কাজ করতে বিভাগীয় প্রধান দিদিমণির সঙ্গে ছাত্রের বিয়ের ভিডিয়ো ঘিরে রীতিমতো চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে। যাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই বিশ্ববিদ্যালয়। কিন্তু কোন প্রজেক্টের মালা বদলে প্রস্তুতি ও ভিডিয়ো ছবি ওঠে? এমনকি বিশ্ববিদ্যালয়ের প্যাডে উঠে এসেছে দুজনে দুজনকে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন সাক্ষী সমেত। সমস্ত কিছুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে এসেছে। একটি তদন্ত কমিটি বসেছে ওই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। বর্তমানে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভিডিয়োতে দেখা যাচ্ছে, পান পাতা নিয়ে শুভদৃষ্টি হচ্ছে শিক্ষিকা-ছাত্রের। পাশে দাঁড়িয়ে রয়েছেন সকলেই। যেন একদম একটা বিয়ে বাড়ি। দুজনের গলাতেই বিয়ের মালা। শিক্ষিকা পরেছেন বেনারসি শাড়ি এবং ছাত্র পাত্র পরেছেন সবুজ রঙের হুডি। সাধারণ পোশাক পরে রয়েছেন দুজনেই। হচ্ছে মালাবদল। দেখা যাচ্ছে সিঁদুর পরানো হচ্ছে। এবং সবটাই ক্লাসরুমের মধ্যেই হচ্ছে। সেই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ কীভাবে কলেজের মধ্যে এইসব হতে পারে। ইতিমধ্যেই সিনিয়ার অধ্যাপকদের নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


আরও পড়ুন:  গ্রেফতার 'ডি বাপি বিরিয়ানি'র কর্ণধার! অস্ত্র আইনে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ...


অভিযুক্ত অধ্যাপিকা পায়েল ব্যানার্জি তিনি জানান, 'সমস্ত বিষয়টি নিছকই একটি ড্রামার পার্ট। সামনেই কলেজের ফ্রেশারস ওয়েলকাম হবে। তার জন্যই একটি নাটক পরিবেশন করা হবে। সেই ড্রামার রিহার্সাল হচ্ছিল।' তিনি আরও বলেন, 'কদিন পর যেহেতু কলেজের প্রোগ্রাম রয়েছে, তাই আমরা ঠিক করেছিলাম কোনও এক পৌরাণিক গল্প আমরা মঞ্চস্থ করব। সেখানেই ঠিক করা হয় এই এই রোল প্লে করা হবে। এবার সেখান থেকেই কিছু ক্লিপিংস নিয়ে ভাইরাল করা হয়েছে। সত্যি আমার ধারণার বাইরে।' যদিও শিক্ষিকার অভিযোগ উদ্দেশ্য প্রণীত ভাবে এই ভিডিয়ো ভাইরাল করা হয়েছে। তিনি বিবাহিত কেবলমাত্র সম্মানহানি করার উদ্দেশ্যেই এই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল করা হয়েছে। যদিও গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তিনি জানান, 'আমার এত বছরের চাকরির অভিজ্ঞতায় এইরকম ঘটনা দেখিনি। এইরকম কিছু না হলেই ভালো হত।'       



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)