নিজস্ব প্রতিবেদন : 'মহাগুরু' অনুব্রত মণ্ডল। আর তাঁর পায়ের নীচে বসে এক প্রাথমিক শিক্ষক! সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই উসকে উঠেছে বিতর্ক। প্রলয় নায়েক নামে ওই শিক্ষক বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বলেো জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৬ নভেম্বর এই পোস্টটি করেন ড. প্রলয় নায়েক। আর তারপরই উসকে ওঠে বিতর্ক। বাম, বিজেপি উভয় শিবির ওই ছবিকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েন। এদিকে বিতর্ক বাধতেই পাল্টা সাফাইও দিয়েছেন ওই শিক্ষক। তাঁর দাবি, তিনি অনেক ছোটবেলা থেকেই নাকি চেনেন অনুব্রত মণ্ডলকে। তাই সেই ব্যক্তিগত পরিচিতি থেকেই এই পোস্ট।


আরও পড়ুন, বুলবুল বিধ্বস্ত নতুন করে সংসার পাততে 'ডিগনিটি কিট' দিচ্ছে রাজ্য সরকার, কী থাকছে কিটে?


কিন্তু সেকথা বললে আর মানছে কে? ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। যদিও এখন পর্যন্ত এই বিতর্কে মুখে কুলুপ এঁটেই রয়েছেন বীরভূমের 'কেষ্টদা' অনুব্রত মণ্ডল। এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


আরও খবর পড়তে ডাউনলোড করুন ZEE NEWS অ্যাপ। আর সিলেক্ট করুন ZEE ২৪ ঘণ্টা। ক্লিক করুন এখানে