রাতভর গুলির লড়াই, বোমাবাজিতে ধুন্ধুমার গোসাবা, গ্রেফতার ৫
রবিবার রাতে ওই একই ইস্যুতে নতুন করে সংঘর্ষ বাঁধে ওই দুই নেতার মধ্যে। ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে এসডিপিও-সহ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিসবাহিনী।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে আবারও উত্তপ্ত গোসাবা। রাতভর গুলির লড়াইয়ে ধুন্ধুমার এলাকায়। একই সঙ্গে চলল বোমাবাজিও। সংঘর্ষের জেরে সকাল থেকেই থমথমে গোটা এলাকা। সূত্রের খবর, এলাকার দায়িত্ব কার হাতে থাকবে তাই নিয়েই অশান্তির সৃষ্টি। জানা গিয়েছে, স্থানীয় দুই তৃণমূল নেতা বরুণ প্রামাণিক এবং পরিতোষ হালদারের পারস্পরিক বিবাদ দীর্ঘদিনের।
রবিবার রাতে ওই একই ইস্যুতে নতুন করে সংঘর্ষ বাঁধে ওই দুই নেতার মধ্যে। ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে এসডিপিও-সহ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিসবাহিনী। এলাকায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিস। পরিস্থিতি সামাল দিতে গোটা গ্রামেই পুলিস মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: বিজয়গড়ে প্রকাশ্য রাস্তায় যৌন হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী
উল্লেখ্য, লোকসভা ভোটের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষের কারণে একাধিকবার উত্তপ্ত হয়েছিল গোসাবা।