মৃত্যুঞ্জয় দাস: আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে এলাকাবাসীর প্রবল বিক্ষোভের মুখে সমীক্ষক দল। বিক্ষোভের মুখে সমীক্ষা না করেই ফিরল সমীক্ষকরা। সুনির্দিষ্ট ব্যক্তিদের বারংবার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ তুললেন স্থানীয়রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বক্তা তালিকায় রাখতে হবে রাহুল গান্ধীর নাম! প্রধানমন্ত্রীও বলবেন না, পাল্টা কেন্দ্র


মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার গোগড়া ক্ষেত্রপাল পাড়ায়। বিক্ষোভকারীদের দাবি যতবারই সমীক্ষা হচ্ছে ততবারই আসল প্রাপকদের বঞ্চিত করে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে।


রাজ্যের বিভিন্ন জেলায় আবাস সমীক্ষার কাজ শুরু হলেও বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপ নির্বাচন থাকায় আবাস সমীক্ষার কাজ থমকে ছিল বাঁকুড়া জেলায়। উপ নির্বাচন শেষ হতেই বাঁকুড়া জেলাজুড়ে গতকাল থেকে শুরু হয়েছে আবাসের সমীক্ষার কাজ। দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে জেলা জুড়ে নামানো হয়েছে মোট ৮০০টি দলকে। আর সেই সমীক্ষার কাজ শুরু হতেই বড়সড় ধাক্কা খেল আবাস সমীক্ষা।
বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চার জন আধিকারিকের একটি সমীক্ষক দল আজ গোগড়া ক্ষেত্রপাল পাড়ায় আবাসের সমীক্ষা করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।


বিক্ষোভকারীদের দাবি বারংবার সমীক্ষা হলেও আসল যাদের বাড়ি পাওয়া প্রয়োজন তাঁদের বাড়ি না দিয়ে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে গুটিকয় পরিবারকে। স্বচ্ছভাবে সমীক্ষা না হলে তাঁরা এলাকায় আবাসের সমীক্ষা করতে দেবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিন বিক্ষোভের মুখে পড়ে ওই সমীক্ষক দল সমীক্ষা না করেই ফিরে যেতে বাধ্য হয়। সমীক্ষক দলের দাবি বাড়ি দেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনো ভূমিকা নেই। তাঁদের আবাসের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ধরেই তাঁরা সমীক্ষা করছেন। কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বাড়ি দেওয়ার বিষয়টি তাঁর এক্তিয়ারভূক্ত নয় বলেই দায় এড়িয়েছেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)