নিজস্ব প্রতিবেদন : স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহপাঠী কিশোরের হাতে শ্লীলতাহানির শিকার হয়ে আত্মঘাতী হল কিশোরী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কান্দি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কান্দির গান্তলা গ্রামের বাসিন্দা ছিল অষ্টম শ্রেণিতে পাঠরতা ওই কিশোরী। জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথেই ওই কিশোরীকে প্রেম নিবেদন করে অভিযুক্ত কিশোর। এমনকি বিয়ের প্রস্তাবও দেয় সে। কিন্তু ছাত্রী সেই প্রস্তাবে সাড়া না দিতেই, শুরু হয় তাকে উত্যক্ত করা।


আরও পড়ুন, বাড়িতে বিয়ের প্যান্ডেল বাঁধা, এমন সময় খারাপ রাস্তার জন্য বিয়ে বাতিলের প্রস্তাব পাত্রের বাড়ির


অভিযোগ, গত ৭-৮ মাস ধরেই তাকে নানাভাবে উত্যক্ত করছিল অভিযুক্ত কিশোর। রোজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীর পথ আটকাত সে। ভয় দেখাত ওই কিশোরীকে। বৃহস্পতিবার সহ্যের মাত্রা ছাড়িয়ে যায় ওই কিশোর। রাস্তার মধ্যে ওই কিশোরীর শ্লীলতাহানি করে সে।


আরও পড়ুন, খেলার সময় পোশাক খুলে নিয়েছিল বন্ধু, বাড়ি ফিরে রাতে মৃত্যু কিশোরের


এরপরই বাড়ি ফিরে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। অপমানেই ওই কিশোরী এহেন চরম পথ বেছে নেয় বলে জানিয়েছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানা।