নিজস্ব প্রতিবেদন: ভোটের দামামা বেজে গিয়েছে, ময়দানে লড়াই-এ নেমে পড়েছে যযুধান দু-দলই। একুশের নির্বাচনে নজরে রয়েছে এসসি-এসটি সম্প্রদায়ের ভোটও। আর বৃহস্পতিবারের সভায় সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজ তৃণমূলের এসসি-এসটি সেলের সম্মেলনী সভায় গীতাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসসি এসটিদের জন্য সকা সমস্ত কাজের খতিয়ানও পেশ করেছেন নেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বললেন নেত্রী


* ত্রিপুরায় মানুষ কেমন আছে দেখে আসুন। বাংলার মানুষ অনেক ভাল আছে।  
* লক্ষ লক্ষ মানুষের উপকার করেছি।
* কী পাননি বলুন তো। এত পাওয়ার পরও শুধু চাই চাই চাই। আমি তো চেষ্টা করেছি। 
* মরার সময় ভগবানকে বাঁচাতে বললে সে পারে না। ভোটের আগে এই দাও সেই দাও বললে আমি দিতে পারব না। 
* বিজেপি ভেবেছে তৃণমূলের কটা গদ্দারকে নিয়ে দল করব।
* বিজেপির কথায় কেন এমন করছেন আপনারা। 
* মানুষের জন্য কিছু করতে পারলে আমি খুশি হই। আমি তো ভগবান নেই।
* শিল্পীদের চাপ দেওয়া হচ্ছে বিজেপির আইটি সেল থেকে। আমি খবর পেয়েছি
* আমি মানুষের দয়াতেই আছি।
* আমাকে ধমকে চমকে লাভ নেই। 
* রেল, কোল সেলট্যাক্স বিক্রি করে এত টাকা বিজেপির কাছে এসেছে। 
* আপনারাই আমাদের আনন্দ, আমাদের সম্পদ। 
* আমার মতো জনদরদী কাউকে খুঁজে দেখান আমি রাজনীতি ছেড়ে চলে যাব। 
* বিজেপিতে ভয় পেয়ে যাচ্ছে লোকে। 
* দুয়ারে সরকারের মাধ্যমে ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট পেয়েছে।
* ১ কোটি সাইকেল দিয়েছি, ২০ লক্ষ দেওয়া বাকি, ট্যাব দিয়েছি। 
* আমরা সিএএ, এনআরসি করতে দেব না। 
* যাঁরা আবেদন করেছেন, সবাই স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। 
* এই কয় বছরে কী পরিশ্রম করেছি আপনাদের জন্য। 
* বাজেটে ঘোষণার আগেই আমি বাংলায় রাস্তা তৈরি করে দিয়েছি।
* বিজেপি পুরো মিথ্যে কথা বলছে।
* বাংলায় শান্তিতে থাকতে গেলে  বিজেপি বিদায় দিন। 
* আমার মন কাঁদে। আমি বকলেও সামনে বকি, ভালবাসলেও। 
* চোরগুলো দিল্লি নিয়ে যেতে চাটার্ড বিমানে নিয়ে যাচ্ছে। শ্রমিকদের জন্য একটাকা বেরোচ্ছে না। 
* তৃণমূলের বিকল্প তৃণমূলই। 
* ভিডিয়ো দেখে চিন্তা করবেন না। সব মিথ্যে। আমাদের ওপর একটু বিশ্বাস রাখুন। 
* আমি ওদের মতো সোনার থালায় কলাপাতা পেতে খাই না। কিন্তু গ্রামে ঘুরতে ঘুরতে কারও বাড়িতে ধুলো মেঘে ঢুকি। ধুলোই আমায় ভালবাসা।
* নির্বাচনে যতই ভয় দেখাক, আমাদের জিততেই হবে।


উল্লেখ্য, এদিন সভার শুরুতেই উত্তেজনা তৈরি হয়। মুখ্য়মন্ত্রী বক্তৃতা দিতে ওঠা মাত্রই দর্শকাসন থেকে দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হন কয়েকজন। আর তাতেই ফের মেজাজ হারান মমতা। বক্তৃতা বন্ধ করে দেন ক্ষুব্ধ নেত্রী। ফের বলতে শুরু করে। তবে সভার শেষে ওই দুই ব্যক্তিকে মঞ্চে ডাকেন মমতা। কথাও বলেন সভার শেষে। সভা মঞ্চ থেকেই ক্ষমা চেয়ে নেন রেগে যাওয়ার কারণে। বলেন, 'আমি এমনই, বকিও সবার সামনে, ভালবাসিও সবার সামনেই।'