হঠাত্ করেই বাড়ল কলকাতার তাপমাত্রা। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা কমার তেমন কোনও লক্ষণ নেই। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উপনির্বাচনে আক্রান্ত জয়প্রকাশ, সর্বভারতীয় স্তরে এটাই এখন মোক্ষম অস্ত্র বিজেপির


কেন এই তাপমাত্রার বৃদ্ধি? জানা যাচ্ছে, কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত বন্ধ হয়ে হয়েছে। ফলে উত্তরপশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢোকা বন্ধ হয়েছে। এর ফলেই বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। তবে তাপমাত্রা কমা বা শীত আসতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।


আরও পড়ুন-উদ্বাস্তু মন জয়ে কেন্দ্রের জমিতে বসবাসকারীদের সার্টিফিকেট দেবে রাজ্য সরকার


এদিকে, জেলাগুলিতে এখনও সকাল-সন্ধে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। সকালে সামান্য কুয়াশার দেখা মিলছে। তবে দার্জিলিং-সহ উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



অন্যদিকে, সপ্তাহান্তে আরব সাগর ও ভারত মহাসাগরে নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর-পশ্চিমের শীতল বাতাস আসার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে।