বুলবুল সরে যাওয়ার পর আকাশ এখন সাফ। দিনের বেলায় রোদ উঠছে ঝলমলিয়ে। নভেম্বরের অর্ধেক পার হয়ে গেল। কিন্তু শীত আসবে কবে?  আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, এ সপ্তাহেই বাড়বে শীতের আমেজ। তবে শীত এখনই নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিজেপির কাছ থেকে টানা নেয় ওরা, ওয়েইসির AIMIM-থেকে সতর্ক করলেন মমতা


হাওয়া অফিস সূত্রে খবর, কয়েকদিনে কলকাতার তাপমাত্রা কমে হতে পারে ১৮ ডিগ্রি। রাজ্যের অন্যান্য জায়গার তাপমাত্রা নামতে পারে আরও ২-৩ ডিগ্রি।


জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত চলছে। ফলে উত্তরপশ্চিম ভারতের তাপমাত্রা নেমেছে অনেকটাই। সেই ঠান্ডা হাওয়ার প্রভাব পড়ছে রাজ্যে। জানানো হয়েছে, সকাল ও সন্ধেয় শীতের আমেজ আরও বাড়বে।



আরও পড়ুন-রাজ্যের কোথাও যাওয়ার জন্য আমার কারও অনুমতির দরকার নেই: রাজ্যপাল


শীতের আমেজ বাড়লেও পাকাপাকিভাবে শীত এখনই নয়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২০.৩ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।