দাপট বাড়বে গরমের! জানাল হাওয়া অফিস
পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প কমায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা কম।
নিজস্ব প্রতিবেদন: মাঝেমধ্যে ঝড়বৃষ্টির দৌলতে চৈত্রের আবহাওয়া মোটের ওপর ঠিকঠাকই ছিল। কিন্তু বৈশাখের শুরুতেই স্বমূর্তি ধারণ করল গ্রীষ্ম। বেড়েই চলেছে তাপমাত্রা। দিনের বেলায় রাস্তায় বেরোলে রোদের দাপটে চোখেমুখে রীতিমতো জ্বালা করছে। সোমবার সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার সেই রেকর্ডও ভাঙবে বলে মনে করছে আবহাওয়া দফতর। ।
এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প কমায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা কম। বিকেল বা সন্ধেয় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতেও পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
প্রচণ্ড গরমের সতর্ক করে দিচ্ছেন চিকিত্সকরা। প্রচুর পরিমাণ জল ও সঙ্গে ছাতা অবশ্যই ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন।