নিজস্ব প্রতিবেদন: বুধবার শীতের আমেজ থাকলেও কাল থেকে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতরে পূর্বাভাস, সপ্তাহের শেষে অন্তত ৪ ডিগ্রি বাড়তে পারে।  ফলে শীত বিদায়ের ঘণ্টা বেজে জেতেও পারে পরের সপ্তাহ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জয়ের শুভেচ্ছা জানালেন মোদী; একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, বললেন কেজরীবাল


কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ সকালের দিকে সামান্য কুয়াশার দেখা মিলেছে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। আজ সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও আগামিকাল থেকে উধাও শীতের আমেজ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।


কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা  ১৩.৪ ডিগ্রি  সেলসিয়াস।  স্বাভাবিকের ৪ ডিগ্রি  নীচে । গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি কম ছিল। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি।


আরও পড়ুন-ঔর ৫ সাল লগে রহো ভাজপা, হিন্দুত্বের কড়া ডোজেও অধরা রইল দিল্লির তখত


এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজও তুষারপাত হয়েছে কাশ্মীরে। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ও ওড়িশায়। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। অসম, মেঘালয়, মণিপুর-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।