নিজস্ব প্রতিবেদন : সপ্তাহান্তে আবার নামবে পারদ। শুক্র থেকে রবিবার শীতের আমেজ থাকবে রাজ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্বাভাস বলছে, মঙ্গল- বুধবারে ২ থেকে ৩ ডিগ্রি নামবে পারদ। তবে বৃহস্পতিবার আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। এরপর শুক্রবার থেকে আবারও নামতে শুরু করবে পারদ। আর তার সঙ্গেই ফের ফিরবে শীতের আমেজ। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হতে পারে। দার্জিলিং সহ উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে।


আরও পড়ুন, হুগলির কোন্নগরে 'বাঘ'? সিসিটিভি ফুটেজ ঘিরে জোর চাঞ্চল্য


আগামিকাল ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাতেই আটকে রয়েছে উত্তুরে হাওয়া। এর জেরে সকাল, সন্ধ্যা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে একটু ঠান্ডা কম অনুভূত হবে।