ওয়েব ডেস্ক : মোর্চার জমায়েতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দার্জিলিংয়ের সিংমারিতে। বিকেলে সিংমারিতে মোর্চার দফতরের সামনে প্রচুর মোর্চা সমর্থক জমা হয়। পুলিসের অভিযোগ, সেই জমায়েত থেকে থানা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে। পাতলেবাসের দিক থেকে আসা গাড়িগুলিতে তল্লাসি চালানো হচ্ছে। মোর্চার দুই নেতা তিলক রোকা ও জ্যোতিকুমার রাইয়ের গাড়িতেও তল্লাসি হয়েছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন তাঁদের তরফ থেকে ইট ছোড়া হয়নি।


আরও পড়ুন- গণতান্ত্রিক আন্দোলনের নামে পাহাড়ে অশান্তি ছড়াচ্ছেন বিমল গুরুং, বললেন সৌরভ