নিজস্ব প্রতিবেদন: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা হবে অক্টোবরেই। তবে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে না এনে পরীক্ষা নিলে ভাল হয় বলে মত উপাচার্যদের। সোমবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, প্রয়োজন হলে ওপেন বুক মাধ্যমে বা অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পর অক্টোবরেই ফলাফল প্রকাশেরও চেষ্টা করা হবে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টার পরীক্ষা কীভাবে নেওয়া হবে? উপাচার্যদের এই বিষয়ে মতামত কী? তা জানতেই সোমবার দুপুরে উপাচার্যদের সঙ্গে  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই পরীক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও এ ক্ষেত্রে জানানো হয়েছে যে, পরীক্ষা নিয়ে আলাদা করে কোনও সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হবে না। আগামী ১-১৮ অক্টোবরের মধ্যেই পরীক্ষার নেওয়ার কাজ শেষ করবে ইউজিসি অধীনস্ত কলেজগুলো।


প্রসঙ্গত, পরীক্ষা কলেজের পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এদিকে রাজ্য জানায় সেপ্টেম্বরে কোনও ভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেই মতো পরিস্থিতি বুঝে অক্টোবরে পরীক্ষার সিদ্ধান্ত নেয় রাজ্য। ইউজিসির দেওয়া গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিনভাবে নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ। আর সেইমতোই শুরু হয়েছে প্রস্তুতি।