নিজস্ব প্রতিবেদন:  বনধ পরবর্তী অশান্তিতে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার এলাকায়। তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।  ৪ তৃণমূল কর্মীকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ১ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কীভাবে খুন করা হবে সাত বছরের মেয়েকে, খেতে বসে স্বামীকে পরামর্শ দিয়েছিলেন স্ত্রী!


ইলামবাজারের বিলাতি গ্রাম পঞ্চায়েতের নাচনসা গ্রামে বুধবার বনধ সমর্থনে পথে নেমে আটক হয়েছিল কয়েকজন বিজেপি কর্মী।  পুলিশের সঙ্গে  বনধ ব্যর্থ করতে পথে নেমেছিলেন তৃণমূল কর্মীরাও।  ধৃতরা ছাড়া পেয়ে রাতে তৃণমূলের নাচনসা অঞ্চল কার্যালয়ে বাঁশ লাঠি নিয়ে চড়াও হন বলে অভিযোগ।


 ভাঙচুর করা হয় কার্যালয়ে। আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।  কার্যালয়ে বসে থাকা তৃণমূল কর্মীদের বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত ভেঙে জখম হন স্বপন হাজারি, তপন দাস, প্রশান্ত ঘোষ নামে তিন তৃণমূল কর্মী।  ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। বুধবার রাত থেকেই বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।  গ্রামে চলছে পুলিশি টহল।