নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের উপপ্রধান-সহ এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচক এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম স্বদেশ মণ্ডল।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 তৃণমূলের অভিযোগ, এদিন রাতে রাস্তায় কয়েকজন দুষ্কৃতী মনসুকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বদেশ মন্ডল ও এক কর্মীকে লাঠি রড দিয়ে মারধর করে। রাস্তায় ফেলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। ঘটনায় বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের দিকে আঙুল উঠেছে।

স্বদেশের হাতে ও গলায় গভীর ক্ষত তৈরি হয়। তাদের চিৎকারে দ্রুত ছুটে যান স্থানীয়রা। স্বদেশকে উদ্ধার করে রাতেই ভর্তি করে ঘাটাল মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন: স্ত্রীকে মারধরের প্রতিবাদ করায় বাবার বাড়িতেই আগুন ধরাল ছেলে!

আহত তৃণমূল নেতার অভিযোগ, “পরিকল্পিতভাবে বিজেপি কর্মীরা আমাকে ও আমাদের আর এক কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, পুরো ঘটনাটি আমরা ঘাটাল থানায় জানিয়েছি।” অভিযোগ অস্বীকার করে ঘাটালে বিজেপি নেতৃত্বের দাবি পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে তৃণমূল।