নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুসংবাদ এসেছে। এবার মুম্বই থেকে বাসে করে বাড়ি ফেরার পথে বিনা চিকিৎসায় মৃত্যু হল আরও এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম কমল সেনাপতি। বছর ৪২-এর এই যুবক দাসপুরের গোকুলনগর এলাকার বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাইরে থেকে লোক আসায় বাড়ছে সংক্রমণ, ভিনরাজ্য-বিদেশ থেকে এলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক


পেশায় স্বর্ণশিল্পী এই যুবক দীর্ঘদিন মুম্বাইতে আটকে ছিল লকডাউনের জেরে। একটি বাস ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের সাথে দাসপুর ফিরছিল সে। বুধবার বাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। কোনও রাজ্যেই বাস থামার অনুমতি না মেলায় সন্ধে নাগাদ ওড়িশা সীমান্তেই মৃত্যু হয় কমলের। অভিযোগ, সেখানেও ওড়িশা সরকার দেহ না নামাতে দেওয়ায় মৃতদেহ-সহ শ্রমিক বোঝাই বাসটি শেষ পর্যন্ত ঘাটালে এসে পৌঁছয়।


আরও পড়ুন: আমফান বিধ্বস্তদের বিজেপির ত্রাণ বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার, জখম ১১


বৃহস্পতিবার সকালে বাস থেকে দেহটি নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, করোনা পরীক্ষার জন্য মৃত শ্রমিকের লালারস সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বাসের অন্যান্য পরিযায়ী শ্রমিকদেরও কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে।