নিজস্ব প্রতিবেদন:  প্রাক্তন প্রধানের বাড়ির উঠোনে পড়েছিল বোমা। বল ভেবে খেলতে যাচ্ছিল  শিশুরা। বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হল বাড়ির বড়দের সতর্কতায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। আতঙ্কিত পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, রবিবার সকালে তৃণমূলের প্রাক্তন প্রধান বিশ্বনাথ নস্করের বাড়ির উঠোনে বোমা পড়ে ছিল। বাড়ির বাচ্চারা সেটাকে বল ভেবে খেলতে গিয়েছিল। বোমাটি হাতে তোলার আগেই তা দেখে ফেলেন পরিবারের বাকি সদস্যরা। তাতেই রেহাই মেলে। তাঁদের অভিযোগ,  এলাকায় উত্তেজনা ও গণ্ডগোল সৃষ্টি করতে বারেবারে বোমাবাজি করছে কিছু দুষ্কৃতী।

আরও পড়ুন: বাথরুমে মেয়ের নিথর শরীর, চোখ বেরিয়ে এসছে, পরিবার বলছে ভূতের ভয়ে মৃত্যু! রহস্য লুকিয়ে অন্যত্র


শনিবার রাতেও এলাকায় বোমাবাজি করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিস। বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়।