নিজস্ব প্রতিবেদন: আপাতত কলেজ বা ইউনিভার্সিটির দরজা বন্ধই থাকছে। পাঠনপাঠন হবে অনলাইনেই। এমনকি আসন্ন সেমিস্টারগুলিও অনলাইনেই হবে বলে জানানো হয়েছে। বুধবার উপাচার্য পরিষদের বৈঠকে এমনটাই জানান পরিষদের  সম্পাদক দীপক কর। পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁরা গবেষণামূলক পড়াশোনা করছেন বা পিএইচডির পড়ুয়ারা ল্যাব ব্যবহার করতে পারবেন প্রয়োজনে। তবে তার জন্য আগে থেকে অনুমতি নিতে হবে। 


গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে। তবে স্কুল খোলা ও ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমোদন লাগবে। স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলা হবে। যদিও কোভিড প্রোটোকল মেনে এখনই ছোটদের ক্লাস নয়।  এদিন তৃণমূল ভবনে এমনটা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)।