নিজস্ব প্রতিবেদন: আবারও চায়ে পে চর্চা। আর সেখানেই একের পর এক নিশানা মমতার (Mamata Banerjee) সরকারকে। শনিবার সকালে শব্দ বোমায় দফায় দফায় তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে বামনঘাটা চা চক্রে আসেন BJPর রাজ্যসভাপতি Dilip ghosh। সেখানে সংঘর্ষের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন 'যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাধার জায়গা পাবে না।' বামনঘাটায় চায়ে পে চর্চায় গিয়ে তৃণমূলকে (Trinamool) এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন অমর্ত্য সেন (Amartya Sen) নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষের। 'বিজেপির কারও সার্টিফিকেট লাগবে না। উনি যাঁদের হয়ে ব্যাটিং করছেন সেটাই করুন। অমর্ত্য সেন একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হলে সেটা দুর্ভাগ্যের। শান্তিনিকেতনে প্রতীচী বিতর্কে এমনটাই বললেন দিলীপ ঘোষ। পাশাপাশি দিনহাটার ঘটনায় দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, 'তৃণমূলের হারার সম্ভবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন খারাপি বাড়বে। পুলিসকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।' 


আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, খুবলে নেওয়া হল BJP কর্মীর চোখ


দিলীপ ঘোষ আর কী কী বললেন রইল


* আমাকে ৪০টা কেস দিয়েছে। যার তার নামে কেস দিচ্ছে। বিজেপি করলেই কেস। তাও চড় মারিনি।


* যেদিন সত্যি সত্যি মারা আরম্ভ কর শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না।
* সিদ্ধার্থ শঙ্করের আমল থেকে চলছে হিংসার রাজনীতি।
* সিপিএম যা করেছে, তৃণমূল তাই করছে।
* মোদীজি টাকা পাঠাচ্ছে, তৃণমূল সব খেয়ে নিচ্ছে।
* বিজেপি করলেই, মারধর করছে।
* পিসি, ভাইপোর রাজনীতি চলবে না।
* পঞ্চায়েত নির্বাচন হল, ভোট দিতে দেয়েনি ওরা।
* আমাদের লোকেদের নোমিনেশন পর্যন্ত দিতে দেয়নি।
* বিডিও কে পর্যন্ত ঘিরে রেখেছিল। আর মুখ্যমন্ত্রী বলছে, বিজেপি ঝামেলা করছে। বিজেপি ঝামেলা শুরু করলে, আর ঘরে থাকতে পারবে না।
* চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার অনেক কিছু করেছে।
* কালিঘাটে এখন প্রণামি দিতে হয়।
* কাটমানি কাউকে খেতে দেব না।
* দিদির ভাইরা, ৫টাকায় আলু কিনে, ৪৫ টাকায় বিক্রি করছে।