করোনায় মৃত্যু রামমোহন রায়ের বংশধর শ্রীরামপুরের বিদায়ী কাউন্সিলরের
পরে পিনাকীবাবুর স্ত্রী ও পুত্র করোনা আক্রান্ত হন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পিনাকীবাবুর অবস্থা দিনদিন খারাপ হতে থাকে।
নিজস্ব প্রতিবেদন: এবার করোনায় মৃত্যু হল শ্রীরামপুরের বিদায়ী কাউন্সিলর পিনাকী ভট্টাচার্যের(৬৯)। গত ১৭ জুন করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
পরে পিনাকীবাবুর স্ত্রী ও পুত্র করোনা আক্রান্ত হন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পিনাকীবাবুর অবস্থা দিনদিন খারাপ হতে থাকে। দিন কয়েক আগে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ভেন্টিলেশনে রাখা হয়। বুধবার সকাল ১১.০৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক! নিউ আলিপুরের অভিজাত পরিবারের নাবালিকা মৃত্যুতে নজরে মা ও তাঁর প্রেমিক
পিনাকী ভট্টাচার্য শ্রীরামপুর পুরসভার দুবারের তৃনমূল কাউন্সিলর ছিলেন। বিদায়ী বোর্ডের চার নম্বর ওয়ার্ডের কাউন্সির ছিলেন। রাজা রামমোহন রায়ের মাতুল বংশের সম্পর্কে নাতি ছিলেন পিনাকীবাবু।
শ্রীরামপুর পুরসভার কর্মী আক্রান্ত হওয়ায়,পুর এলাকায় করোনা সংক্রমণ বেড়ে চলায় পুরসভা এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়।