নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় বুলবুলের জেরে গতকাল থেকেই বিপর্যস্ত হয়েছে জনজীবন। ইতিমধ্যেই প্রবল শক্তি বাড়িয়ে গঙ্গাসাগরে ঢুকে পড়েছে বুলবুল। এদিকে বিপর্যয় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। বিমানের পর এবার বাতিল করা হল একাধিক লোকা ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দেখে নিন সেই তালিকা


* 68687(PANSKURA-DIGHA)
* 38439/68689(HOWRAH-PANSKURA-DIGHA)- 9.11.2019(TODAY)
* 68686(DIGHA-PANSKURA)
* 68688/38418(DIGHA-PANSKURA-HOWRAH) ON 10.11.19


আরও পড়ুন: প্রবল শক্তি নিয়ে গঙ্গাসাগরে ঢুকে পড়ল 'বুলবুল', শুরু তাণ্ডবলীলা


সকালেই মোট ২৩টি বিমান বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। সন্ধে ৬টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরও। আজ রাত ৮ টা থেকে ১১ টার মধ্যে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় বুলবুল। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় ভারী বর্ষণ শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলনে আলিপুর দফতরের অধিকর্তা ডি কে দাস জানিয়েছেন, আয়লার সমান শক্তি নিয়েই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে বুলবুল। যদিও এক্ষেত্রে আয়লার মত ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।