নিজস্ব প্রতিবেদন: আগামিকাল পর্যন্ত সরকারি বাস মালিকদের সময়সীমা বেঁধে দিল রাজ্য। ১ জুলাই রাস্তায় বেসরকারি বাস না নামলে কড়া ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে আইন প্রয়োগ করে বাজেয়াপ্ত করা হবে বেসরকারি বাস। মঙ্গলবার নবান্নের বৈঠকে বাস সংগঠনগুলির উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখানেই শেষ নয়, এদিন কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে সরকারি ড্রাইভার দিয়ে বাস চালাবে রাজ্য।


আরও পড়ুন: পরিবহণ মন্ত্রীর সঙ্গে বাতিল বৈঠক, অবস্থানে অনড় মিনি বাস মালিকরা, চরমে যাত্রীদের দুর্ভোগ


বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির দাবি তোলে বেসরকারি বাস সংগঠনগুলি। দফায় দফায় আবেদন যায় সরকারের কাছে। একাধিকবার বৈঠকও হয় দু-পক্ষে। সমস্তদিক বিবেচনা করে মাসিক প্যাকেজও ঘোষণা করে রাজ্য। তবে তাতেও চিড়ে ভেজেনি।


ফের একাধিক শর্ত রেখে পরিষেবা দিতে অস্বীকার করে বাসমালিকরা। তবে এবার কার্যত কড়া ব্যবস্থা নেওয়ারই হুশিয়ারি দিয়েছেন মমতা। ভাড়া বৃদ্ধির কোনও প্রশ্নই নেই বলে মঙ্গলবার সাফ জানান মুখ্যমন্ত্রী।


এদিন কার্যত হাত জোর করে মুখ্যমন্ত্রীর আর্জি, আমরা অনেকবার ডেকে কথা বলার চেষ্টা করেছি, কোনও ফল হয়নি। আমি এখনও অনুরোধ করছি, আশা করি বেসরকারি বাসসংগঠন মালিকদের শুভ বুদ্ধার উদয় হবে। তাঁরা রাস্তায় নামাবেন।" তাঁর কথায় এটা বার্গেনিং-এর সময় নয়। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার অনুরোধ করেন মমতা।