নিজস্ব প্রতিবেদন: স্টেশন মাস্টারের ভুলে বড় বিপত্তি। গ্যালপিং ট্রেন ভেবে মাঝের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হল লোকাল ট্রেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে লাইনে পড়ে জখম বেশ কয়েকজন যাত্রী। প্রতিবাদে হাওড়ার দাশনগরে রেল অবরোধ করে বিক্ষোভ।  বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে দূরপাল্লার বহু ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্ল্যাটফর্মেই স্বামীকে জুতোপেটা করলেন স্ত্রী, অপমানে আত্মঘাতী যুবক


বৃহস্পতিবার সকালে খড়্গপুর হাওড়া লোকালকে গ্যালপিং ট্রেন ভেবে ভুল করেন স্টেশন মাস্টার। অভিযোগ, প্ল্যাটফর্মে না  দাঁড়িয়ে  মাঝের লাইনে থেমে যায় ট্রেন। নামতে গিয়ে কয়েকজন যাত্রী জখম হন। এরপরই ক্ষেপে ওঠেন যাত্রীরা। হাওড়ার দাশনগরে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জিআরপি, আরপিএফ-কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরফলে ব্যস্তসময়ে হাওড়ার শাখার বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। আটকে রয়েছে দূরন্ত এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।



আরও পড়ুন: ইচ্ছে করেই নেতাজিকে মৃত বলছে কংগ্রেস, দাবি গবেষকদের

হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন স্টেশন মাস্টার। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, স্টেশন মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত হবে।