নিজস্ব প্রতিবেদন: আমফানে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বাড়ি ভেঙেছে, ছাউনি উড়েছে, বিদ্যুত্হীন, তার উপর মাতলা নদীর বাঁধ ভেঙেছে। এরফলে নদীর নোনা জল ঢুকে এখন গ্রামের পর গ্রাম প্লাবিত। এবার অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে বিধ্বস্ত এলাকার ছবি মোবাইলবন্দি করলেন খোদ বিধায়ক শওকত মোল্লা। গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েই এই ছবি পাঠিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমফানের তাণ্ডবে মাতলা নদীর বাঁধ ভেঙে গিয়েছে। এরফলে ক্যানিংয়ের পূর্ব বিধানসভার জীবনতলার বিস্তীর্ণ এলাকায় ঢুকে গিয়েছে নোনা জল। বিঘার পর বিঘা ফসল জলের তলায়, গ্রামের পর গ্রাম জলমগ্ন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এমনিতেই মাথার ওপর ছাদ হারিয়েছেন অনেকে, তার উপর এই পরিস্থিতিতে দিশেহারা কয়েকশো মানুষ। 


পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় যান বিধায়ক। তবে প্রতিশ্রুতির ঢক্কানিনাদ নয়, অসহায় মানুষগুলো সাহায্য করতে একেবারে অন্য ভূমিকা নিলেন তিনি। বিধ্বস্ত এলাকার ছবি তুললেন, এরপর সেই ছবি গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েই পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই ছবি পাঠিয়ে দেন। 


অন্যদিকে, ভাঙড় বিধানসভা এলাকায় সাংসদ মিমি  চক্রবর্তীও ক্ষতিগ্রস্ত এলাকা  ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন আরাবুল ইসলাম ও দলের কর্মকর্তারা।


আরও পড়ুন, মমতা সরকারকে ৯ দফা চার্জশিট দেবে বিজেপি, আমফান বিপর্যয়ে ক্লাবগুলো কোথায়? প্রশ্ন দিলীপের