নিজস্ব প্রতিবেদন: করোনার প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৪৯৪। মতের সংখ্য়া ৪৮৫। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারাগিয়েছেন ১০ জন। সরকারি বুলেটিন অনুযায়ী এখও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৫১৫ জন। রাজ্যে করোনা সংক্রমিতদের সুস্থতার হার ৪৭.৭৯ শতাংশ। যা ক্রমশ বাড়ছে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি রাজ্যে বেড়েছে করোনা নমুনার পরীক্ষার সংখ্যা। ১৫ জুন পর্যন্ত মোট ৩ লক্ষ ৪৩ হাজার ২৪২ জনের করোনা টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে ৩.৫৬ শতাংশের রিপোর্ট পজেটিভ এসেছে। মোট ৪৫টি ল্যাবোরেটরিতে করোনা টেস্ট চলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লকডাউনে আটকে পড়া পড়ুয়াদের এবার ক্যাম্পাস ছাড়তে হবে, নোটিস খড়্গপুর IIT-র


করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। মৃত্যুর নিরিখে রয়েছে দশম স্থানে। আর সুস্থ হয়ে বাড়ি ফেরার নিরিখে বিশ্বে ষষ্ঠ ভারত। সোমবার পর্যন্ত ৫১% সংক্রমিত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


কোভিডে রাশ টানতে দিল্লিতে বাড়ছে টেস্টের সংখ্যা। কোভিড ধাক্কায় টালমাটাল রাজ্য তথা গোটা দেশ, অশনী সংকেত রাজধানীতেও। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র-তামিলনাড়ুর পরই দিল্লির স্থান। গত দুদিনে গড়ে দু হাজারের বেশি মানুষ কোভিড ১৯-এক কবলে। কনটেনমেন্ট জোনের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। তামিলনাড়ু আবার বারোদিনের লকডাউনের পথে।  সবমিলিয়ে ফি দিন রেকর্ড ভাঙা ভাইরাস মোকাবিলায় ক্রমশই স্পষ্ট হচ্ছে দিশাহীনতার ছবি।


আরও পড়ুন: রাজ্যে শীঘ্রই চালু হতে পারে লোকাল ট্রেন এবং মেট্রো, ইঙ্গিত রেলের


সংক্রমিতের সংখ্যা লাগামছাড়া। টান পড়েছে হাসপাতালের বেডেও। দিল্লি না হাঁটলেও, আবারও চার জেলায় কঠোর লকডাউনের পথে তামিলনাড়ু সরকার। পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গল ও বুধবার দুক্ষেপে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী। অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই লকজডাউন শিথিল হয়ে জনজীবন স্বাভাবিক হয়েছে। বাস-ট্রাম-অটো পরিষেবা শুরু হয়েছে। পাশাপাশি আর কিছুদিনের মধ্যেই চালু হতে পারে ট্রেন, মেট্রোও। তবে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে বা যাচ্ছে তা ধোঁয়াশাতেই। করোনা মোকাবিলায় নির্দিষ্ট গাইড লাইন না থাকায় নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যগুলি।