নিজস্ব প্রতিবেদন: উদ্বেগের মাঝে কিছুটা স্বস্তি, বাংলায় সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে ফিরেছেন ৫৩৪ জন। অন্যদিকে কমেছে আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আক্রান্তের নয়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি, জানুন আপনার এলাকার পরিস্থিতি


এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৯০৯ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৫০ শতাংশ। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৫ জনের।  


অন্যদিকে রাজ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এরপরে স্থান হাওড়ার। উল্লেখ্য উত্তরবঙ্গে আক্রান্তের হার কমেছে। পরিসংখ্যান অনুযায়ী এখনও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মহিলাদেরই মৃত্যুর হার বেশি।


আরও পড়ুন: আমফানের ২৬ দিন পরও বিদ্যুৎহীন গ্রাম, প্রাণের ঝুঁকি নিয়ে খুঁটি মেরামতিতে বাসিন্দারাই


দেশেও করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০,৬৬৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ৩,৪৩,৯১ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮০ আশি জনের। 


ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৯,৯০০ জন। এখনও পর্যন্ত ভারতে করোনাকে জয় করা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। দেশে সুস্থতার হার প্রায় ৫৩ শতাংশ।