নিজস্ব প্রতিবেদ: করোনার উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তি দিয়ে বাড়ল সুস্থতার হার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুক্রবারের তুলনায় ৫৫ শতাংশ থেকে বেড়ে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৮.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪১। ২০ জুন অবধি রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৪০ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা এরপরেই উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার স্থান। এইমূহুর্তে কলকাতায় মোট করোনা অ্যাক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৩৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪০),হাওড়া (৫৬৩), দক্ষিণ ২৪ পরগনা (৩৪৯), হুগলি (২৫৫)। পাশাপাশি হাসপাতাল থেকে এখনও পর্যন্ত ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৭,৮৬৫ জন। এখনও পর্যন্ত ৩ লক্ষ ৯০ হাজার ৯৪২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। 


আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়া-সহ ৩ জেলা