নিজস্ব প্রতিবেদন: বিদ্যুত চুরি রুখতে গিয়ে আক্রান্ত বিদ্যুত দফতরের স্টেশন ম্যানেজার। কেশপুরে  রংবাজে আক্রান্ত আরও কয়েকজন কর্মী। 


NRS কুকুর হত্যাকাণ্ডে ভাইরাল হওয়া দুই তরুণী এবার পাল্টা আইনি পদক্ষেপের পথে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কেশপুর  এলাকায় হানা দেন  স্টেশন ম্যানেজার।  এলাকারই দুই বাসিন্দা  মুক্তি পণ্ডিত, ও মদন দল বেরাকে পাকড়াও করতেই শুরু হয় অশান্তি।  অভিযোগ, মুক্তি ও মদন হুকিং করে বাড়িতে বিদ্যুত্ চুরি করছিলেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিবেশ।


NRS-এ কুকুর হত্যালীলায় অপরাধ কবুল ২ ছাত্রীর


  ধৃতদের ছেড়ে দেওয়ার  দাবিতে  স্টেশন ম্যানেজার দীপক কুমার মাঝি সহ অন্য কর্মীদের ঘিরে ধরে  দাদাগিরি চলে।   শুরু হয় কিল, চড়, ঘুষি।  লাঠি দিয়েও মারধর  করা হয় বলে অভিযোগ।  দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে কিছু  অন্যান্য কয়েকজন এলাকাবাসীর সহযোগিতায় কোনক্রমে  পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। কেশপুর পুলিশ তদন্ত শুরু করেছে।