ক্যানসারে যুঝছিলেন বৃদ্ধা, ঘর থেকে উদ্ধার ষাটোর্ধ্ব ভাই-বোনের দেহ
সম্পর্কে ভাইবোন হন তাঁরা। ঘটনাটি ঘটেছে, আসানসোলে। চেলিডাঙ্গা মনিমালা স্কুলের কাছে থাকতেনশনিবার বন্ধঘর থেকে মৃতদহ উদ্ধার করেছে দক্ষিণ থানার পুলিস।
নিজস্ব প্রতিবেদন: অসহায় বৃদ্ধ-বৃদ্ধা। একই সঙ্গে আত্মহত্যা করলেন দু-জন। সম্পর্কে ভাইবোন হন তাঁরা। ঘটনাটি ঘটেছে, আসানসোলে। চেলিডাঙ্গা মনিমালা স্কুলের কাছে থাকতেনশনিবার বন্ধঘর থেকে মৃতদহ উদ্ধার করেছে দক্ষিণ থানার পুলিস।
আরও পড়ুন: মহিলাকে পায়ে দড়িবেঁধে টেনে হিঁচড়ে মারধর, ধুন্ধুমার গঙ্গারামপুরে
সূত্রের খবর, বহুদিন আগেই ক্যান্সার ধরা পড়ে বোন জয়া নন্দীর (৬৫), ভাই তুষারকান্তি নন্দীর (৭২) সঙ্গে একই বাড়িতে থাকতেন জয়া দেবী, দুজনের কেউই বিয়ে করেননি। প্রতিবেশী সূত্রে খবর, বোনের চিকিৎসার জন্য প্রতিবেশীদের কাথ চিকিৎসক সংক্রান্ত পরামর্শও নেন তিনি। আগামী সোমবার ডাক্তার দেখানোর কথা ছিল।
আরও পড়ুন: "জনগণের নিরাপত্তার দিন এখানেই শেষ", কেন্দ্রের বাজেট পেশের পর টুইটারে ক্ষোভ মমতার
শনিবার সকাল থেকে বৃদ্ধ-বৃদ্ধাকে দেখা যায়নি। দুপুর গড়িয়ে গেলেও বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিসে। পুলিস এসে দরজা ভেঙে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত হতাশা থেকেই আত্মহত্য়া করেছেন বৃদ্ধ এবং বৃদ্ধা।