নিজস্ব প্রতিবেদন: আমফান ক্ষতিপূরণের টাকা প্রাপকদের তালিকায় বহু পাকা বাড়ির মালিকের নাম। বিতর্কে জড়ালো বীরভূমের দুবরাজপুর পুরসভা। আমপান ত্রাণে দুর্নীতির অভিযোগ এবার দুবরাজপুর পুরসভায়। এলাকার বাসিন্দাদের মোবাইলে ঘুরছে এই সব নামের তালিকা। তা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় মহলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, গুলিতে আহত দলের ২ কর্মী


চার পাতায় ২৯ জনের নাম। সকলেই দুবরাজপুর শহরের বাসিন্দা। অভিযোগ, তাঁদের বেশিরভাগই অবস্থাপন্ন। পাকা বাড়ির মালিক। আরও বড় অভিযোগ হল, গোটা দুবরাজপুর ব্লকে মোট সাতাশিজনকে অন্যায্য ভাবে আমপানে গৃহত্রাণের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। 


ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি থেকে ত্রাণের কুড়ি হাজার টাকা বণ্টন, যে সময়টায় এই কাজ হয়, তখন  দুবরাজপুর পুরসভায় প্রশাসকের দায়িত্বে ছিলেন সিউড়ি সদরের মহকুমা শাসক রাজীব মণ্ডল। ক্ষতিপূরণ তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের কেউ সরকারি স্কুলের শিক্ষক, কেউ পঞ্চায়েত অফিসের চাকুরে, দুজন দুবরাজপুর পুরসভার কর্মী পরিবারের সদস্য।