নিজস্ব প্রতিবেদন: ফলকনুমা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। ব্যহত হাওড়া দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২১, ২২, ২৩ নং প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করছে না। কিছু ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে চালানো হচ্ছে। প্যান্টোগ্রাফ সারানোর কাজ চলছে। 


আপাতত ডিজেল ইঞ্জিন দিয়ে ফলকনুমা এক্সপ্রেসকে ট্র্যাক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি চলছে  প্যান্টোগ্রাফ সারানোর কাজ। এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানা যাচ্ছে। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। মূলত, দূরপাল্লার ট্রেন আটকে গিয়েছে। যে সমস্ত ট্রেন হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই সমস্ত ট্রেনকে স্টেশনেই রাখা হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। 


অফিসে টাইমে এই বিপত্তি ঘটায় সমস্যায় পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। বেশ কিছু লোকাল ট্রেনকে সাঁতারাগাছি থেকে ছাড়া হচ্ছে বলে খবর।