নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছে রাজ্য়। এবার হোয়াটসঅ্য়াপেই বসবে লোক আদালত। শুক্রবার জানানো হয়েছে যাদের কেসের শুনানি হবে। তাঁদের হোয়াটসঅ্যাপের ভিডিয়ো কলে ধরা হবে। সেখানেই কেসের শুনানি করবেন বিচারপতি। সূত্রের খবর আগামিকাল অর্থাৎ শনিবার সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কেস শুনবেন বিচারপতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  নিযুক্ত কমিটির অনুমতি ছাড়া কোনও নির্মাণ বা ভাঙার কাজ নয় বিশ্বভারতীতে, নির্দেশ হাইকোর্টের


পাশাপাশি এও জানানো হয়েছে, সবমিলিয়ে আগামিকাল প্রায় ৭০টি বেঞ্চ বসবে রাজ্যজুড়ে। জেলায় জেলায় হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলেই হবে সলোক আদালতের কাজ। সূত্রের খবর, আগামিকাল রূপান্তরকানমী বিচারপতিও থাকবে লোক আদালতে। শুরু মহামারী আবহেই নয়, পরিস্থিতি স্বাভাবিক হলেও এই পদ্ধতিতেই লোক আদালতে বিচারকার্য চলবে বলে জানানো হয়েছে। 


বিচারপতি সঞ্জিব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ই আদালত থেকে যাবে, রাজ্যজুড়েই নেওয়া হবে এই উদ্যোগ।" তিনি আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই প্রচুর কেস জমা হয়েছে লোক আদালতে, কাল সেগুলোর শুনানি হবে।