প্রদ্যুৎ দাস: সরকার থেকে ডিমের দাম ৬ টাকা ৫০ পয়সা করে দেওয়া হচ্ছে। কিন্তু ডিম কিনতে হচ্ছে ৭ টাকা করে। চরমে উঠেছে সমস্যা। অভিযোগ জানিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে বিক্ষোভ ডেপুটেশন  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। প্রাপ্য সাম্মানিকের দাবিতে সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। পশ্চিমবঙ্গ কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে রাজগঞ্জের সিডিপিওর কাছে  স্মারকলিপি দেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather Update: শীত আসতে আরও দেরি রাজ্যে, মেঘলা আকাশ কলকাতায়


জানা গিয়েছে, দুই মাস থেকে রাজ্য সরকারের সাম্মানিক পেলেও কেন্দ্র সরকারের সাম্মানিক পাচ্ছেন না রাজগঞ্জের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের প্রতিমাসে ৮,২৫০ টাকা সাম্মানিক দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্রের ৪৫০০ টাকা ও রাজ্যের ৩৭৫০ টাকা। কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসে কেন্দ্রের দেওয়া সাম্মানিক তারা পান না।


আরও পড়ুন: Kidney Sold: লকডাউনে বিপুল দেনা; কিডনি বেচেও মেলেনি টাকা, পুলিসের দ্বারস্থ কোচবিহারের যুবক


তারা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তুলনায় শিক্ষিকা এবং সহায়িকার অভাব রয়েছে। তাই কিছু শিক্ষিকাকে দুটি কেন্দ্র সামলাতে হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য প্রথমে নিজেদের টাকা খরচ করে খাবার কিনতে হয়। পরের মাসে সেই বিল পাওয়া যায়। এছাড়া সরকারের তরফে ডিম, সবজি এবং জ্বালানির যে দাম ধার্য করা হয়েছে সেই দামে বাজারে পাওয়া যায় না। ফলে লোকসান হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এই সমস্যার মধ্যে তারা দুই মাস ধরে সাম্মানিক পাচ্ছেন না।


এই বিষয়ে রাজগঞ্জের সিডিপিও কর্মা ভুটিয়া বলেন, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা তার অ্যাকাউন্টে ঢোকেনি। তবে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে বলেও জানিয়েছেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App