নিজস্ব প্রতিবেদন: আলুর বাজার দর মাসখানেক ধরে ৩০-৩৫ এর মধ্যে ঘোরাফেরা করছিল। পুজো পর পর সেই দাম ৪০ পেরিয়েছে। কোথাও কোথাও ৪৫ বিক্রি হচ্ছে আলু। আলু এখন গৃহস্থের মাথাব্যথার কারণ। এরই মধ্যে আচমকা বেড়ে গেল বীজ আলুর দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বুথ পিছু ভোটার সংখ্যা 'বেঁধে দিল' কমিশন!


কেশপুর, গড়বেতা, গোয়ালতোড়, শালবনি, চন্দ্রকোনা, ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা আলু চাষকে প্রধান চাষ হিসাবে বেছে নিয়েছে। কিন্তু করোনা আতঙ্কের মাঝে এই বছর  বেশ সমস্যায় পড়েছেন চাষিরা। অন্যান্য বছরের তুলনায় কৃষি জমির জৈব সার থেকে শুরু করে আলু বীজের দাম এবার দ্বিগুণ, অন্যান্য বছর যেখানে ১৫০০ থেকে ২০০০ হাজার টাকায় আলুবীজ কিনত চাষিরা সেইখানে এই বছর ৩৫০০ থেকে ৪০০০ টাকায় আলু বীজ কিনতে হচ্ছে।


আগে আলু চাষ করতে বিঘে পিছু খরচ হতো কুড়ি হাজার টাকা, সেখানে  এবছর খরচা  বেড়ে হচ্ছে ৩৫ হাজার টাকা।  এত দাম দিয়ে  আলু বীজ কিনে আলু লাগিয়ে আদৌ কি লাভ হবে তাই নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।