প্রসেনজিৎ মালাকার: অমর্ত্য সেনের জমি সমস্যার মীমাংসা এখনও অধরা। বোলপুর BLRO দফতরে দ্বিতীয় হেয়ারিং-এও সমস্যার সমাধান হল না। আপত্তি জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমর্ত্য সেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন এবংটাই অভিযোগ করা হয়েছে। আর এই পরিপেক্ষিতেই লিজ হোল্ডার হিসাবে নাম পরিবর্তনের জন্যে আবেদন করেছিলেন অমর্ত্য সেন। কিন্তু তাঁর আবেদন সত্ত্বেও হল না মীমাংসা।


উল্লেখ্য এর আগেও  বোলপুর BLRO দফতরে হিয়ারিং হয়েছে। সেখানে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে তাদের আইনজীবী এবং অমর্ত্য সেনের পক্ষ থেকে তাঁর আইনজীবী উপস্থিত ছিলেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও সমস্যার সমাধান হয়নি। দফতরের তরফ থেকে দ্বিতীয় ডেট দেওয়া হয়েছিল।


আরও পড়ুন: আচমকা বিকট শব্দ! ভেঙে পড়ল বাড়ির পাঁচিল, বারুইপুরে বোমাবাজিতে চাঞ্চল্য


সেই মতোই বুধবার বোলপুর BLRO দফতরে হিয়ারিং-এর কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন অমর্ত্য সেনের আইনজীবী এবং বিশ্বভারতীর আইনজীবী। কিন্তু বুধবারও দীর্ঘ আলোচনার পরেও সমস্যার সমাধান হয়নি। জানা গিয়েছে, আবারও নতুন ডেট দেওয়া হবে।


আরও পড়ুন: Haldia: আচমকা থামিয়ে গলায় মালা; হাতে গোলাপ গুঁজে দিল পুলিস, তাজ্জব বাইক চালকরা


অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, ‘বিশ্বভারতীর কাছ থেকে এই জমি লিজ নিয়েছিলেন অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ যে দাবি করছে অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন তা সম্পূর্ণ ভুল। আমরা শুধুমাত্র লিস হোল্ডার হিসেবে যেহেতু আশুতোষ সেনের ছেলে অমর্ত্য সেন বেঁচে রয়েছেন তাই নাম পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম’।


কিন্তু বুধবারও দীর্ঘ আলোচনার পরেও মীমাংসা হয়নি এই সমস্যার। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে তাদের আইনজীবী বিভিন্ন কাগজপত্র সামনে এনে এই বিষয়ের বিরোধিতা করেছেন। তারা লিখিত আকারে বিএলআরও দফতরে সমস্ত কাগজ জমা দেবেন বলে জানিয়েছেন। এর পরবর্তীতে আবারও ডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে দফতরের তরফে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)