নিজস্ব প্রতিবেদন:  এবার দক্ষিণবঙ্গে হাতির গলায় রেডিও কলার। দক্ষিণবঙ্গে এলিফ্যান্ট করিডর সহ বেশ কয়েকটি জেলায় মাঝে মধ্যে ঢুকে পড়ে হাতির দল। ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে মানুষের প্রাণহানিও ঘটে। এ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই উদ্যোগ নেয় বন দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নদীর ধারের বস্তার মুখ খুলতেই উঁকি মারল নরকঙ্কাল


বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সঙ্গে যৌথভাবে রেডিও কলার বসানোর সিদ্ধান্ত হয়। এ নিয়ে শুক্রবার হিজলির বন দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিতি ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিজ্ঞানী এবং প্রধান মুখ্য বনপাল বন্যপ্রাণ রবিকান্ত সিনহা। সিদ্ধান্ত হয়েছে, হাতির গতিবিধির ওপর নজরদারি চালাতে দুটি হাতির গলায় রেডিও কলার বাঁধা হবে।


আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর